Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
শুক্রবার মাত্র ২১ রান করে ফিরছেন বিরাট কোহলি। রবিবার ভারতকে জিততে হলে বিরাটকে বড় রান করতে হবে।--ফাইল চিত্র।
২৯০ দিন পর দেশের হয়ে খেলতে নেমে বিরাট কোহলির ভারত সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৬৬ রানে হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে। বড় ব্যবধানে হারের জন্য বিশেষজ্ঞরা দায়ি করেছেন ভারতের ষষ্ঠ বোলার না থাকাকে। ভারতের পাঁচজন বোলারই বেধড়ক মার খেয়েছেন। ছয় নম্বর বোলার থাকলে তারও একই রকম হাল হত কি না তা নিয়ে প্রশ্ন তোলা যায়। তবে এটা ঠিক পাঁচ বোলারের সঙ্গে একজন বা দুজন ব্যাক বোলার থাকলে আক্রমণের বৈচিত্র বাড়ে। বাকি পাঁচজন বোলারকে একটু বিশ্রামও দেওয়া যায়। অস্ট্রেলিয়া দলে যেমন আছেন গ্লেন ম্যাক্সওয়েল কিংবা মার্কাস স্টয়নিস। ভারতের হার্দিক পান্ডিয়া মূলত অলরাউন্ডার। কিন্তু পিঠের ব্যথার জন্য তিনি এখন আর বল করেন না। তবে হার্দিক ব্যাট হাতে তাঁর পক্ষে যা করণীয় তার বেশিই করে দিয়েছেন।
ষষ্ঠ বোলারের প্রশ্নটা উহ্য রেখেও বলা যায় ভারতের পাঁচজন বোলারই শুক্রবার নিজেদের সুনাম অনুযায়ী বল করতে পারেননি। বা বলা ভাল, অজি ব্যাটসম্যানরা বিশেষ করে প্রথম তিনজন অর্থাৎ আ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ এতটাই ভাল ব্যাট করেছেন যে খুব সাধারণ দেখিয়েছে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি কিংবা যজুবেন্দ্র চহালকে। তবে ষষ্ঠ বোলার থাকলে এই বোলাররা একটু হলেও বিশ্রাম পেতেন। যেমন অস্ট্রেলিয়া দলে বোলার চারজন। কিন্তু পঞ্চম বোলারের কাজটা ভাগ করে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টয়নিস। ভারতের এই সুবিধে থাকত যদি হার্দিক পান্ডিয়া আগের মতো এখন বোলিং করতেন। কিন্তু পিঠের ব্যথার জন্য এখন তিনি বোলিং করেন না। এই অবস্থায় ষষ্ঠ বোলার নিতে হলে শার্দুল ঠাকুরকে নিতে হয়। জোরে বোলার শার্দুলের ব্যাটের হাতটি মন্দ নয়। কিন্তু তাহলে বাদ যাবে কে? কে এল রাহুলকে বসাবার কোনও জায়গা নেই। তিনি টিমের উইকেটকিপার। রোহিত শর্মা না থাকায় ভারতের ব্যাটিং এমনিতেই কমজোরি। শার্দুলকে নিতে হলে বসাতে হয় শ্রেয়স আয়ারকে। কিন্তু শ্রেয়সের মতো চার নম্বরে সেট হয়ে যাওয়া ব্যাটসম্যানকে বসানো কি ঠিক হবে?
আসলে পাওয়ার প্লে এবং ডেথ ওভারে যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামি যতই ভাল বোলিং করুন না কেন মিডল ওভারে যজুবেন্দ্র চহাল এবং কুলদীপ যাদব যে উইকেটগুলি পেতেন সেই বোলিংটাই হচ্ছে না কুলদীপ না থাকায়। এখন রবীন্দ্র জাডেজার ব্যাটিং কুলদীপের থেকে ভাল। তাই তাঁকেও বসানোর কথা ভাবা হচ্ছে না। সব মিলিয়ে প্রথম একাদশ বাছা নিয়ে বেশ সমস্যায় রবি শাস্ত্রী এবং বিরাট কোহলি। তবে পাঁচটা বোলার নিয়েই খেলুক ভারত কিংবা ছটা বোলার নিয়ে, ভারতকে জিততে হলে বিরাট কোহলিকে রান পেতে হবে। বড় রান। এক দিনের ক্রিকেটে যাঁর ৪৩টা সেঞ্চুরি আছে তাঁর কাছ থেকে বড় রান চাওয়া কোনও অন্যায় নয়। অতীতে এ রকম প্রতিকূল পরিস্থিতিতে বিরাটের ব্যাট ভরসা জুগিয়েছে ভারতকে। এখন আবার সেই বিরাটকেই দরকার ভারতের। রবিবার ভারত হেরে গেলে সিরিজ জয়ের আর কোনও আশা থাকবে না। তাই রবিবারই বিরাটকে যা করার করতে হবে।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জিতে অস্ট্রেলিয়া এখন ভাল জায়গায়। তবে তাদের অলরাউন্ডার মার্কাস স্টয়নিস চোট পেয়েছেন। তিনি ফিট না হলে খেলবেন ক্যামেরন গ্রিন। কারণ ব্যাটিংয়ের সঙ্গে গ্রিন বলও করতে পারেন। তবে শেষ পর্যন্ত যে-ই খেলুন না কেন দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়া ফেভারিট। সিডনি বরাবরই ভারতের অপয়া ম্যাচ। এই মাঠে ভারত খুব একটা জেতে না। রবিবার ভারতকে সিই মিথ ভাঙতে গেলে একটু বেশিই ভাল খেলতে হবে। আর বড় রান করতে হবে বিরাট কোহলিকে।