Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
শনিবার আইএসএল এ বেঙ্গালুরু এফ সি ও হায়দরাবাদ এফ সি-র ম্যাচ গোলশূন্যে শেষ হলো। এর ফলে হায়দরাবাদ দুই ম্যাচ খেলে চার পয়েন্ট হলো ব্যাঙ্গালুরুর হলো দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট। এবারে আইএসএল এ প্রথম জয় পাওয়ার জন্য ম্যাচের শুরু মরিয়া ছিলেন থেকেই সুনীল ছেত্রীরা। কিন্তু হায়দরাবাদ ডিফেন্স এবং গোলকিপার সুব্রত পাল তাঁদের সেই সুযোগ দেননি। বরং হায়দরাবাদই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু বেঙ্গালুরুর গোলকিপার গুরপ্রীত সিং সাঁধুর জন্য তাঁরা গোল খাননি। গুরপ্রীত এদিন অনেকগুলোই গোল বাঁচিয়েছেন।