Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বার্সেলোনার হয়ে গোল করার পর মারাদোনাকে শ্রদ্ধা জানাচ্ছেন মেসি। রবিবার।
আর্জেন্তিনার দুই বিশ্বতারকার মধ্যে যে খুব দুর্দান্ত সম্পর্ক ছিল তা বলা যাবে না। তবে দুজনে দুজনের বিরুদ্ধে মুখ খুললেও পারষ্পরিক শ্রদ্ধার সম্পর্কটি ছিল অটুট। আর দিয়েগো মারাদোনার অকস্মাৎ মৃত্যুর পর মেসি যেভাবে তাঁর পূর্বসুরি সম্পর্কে স্মৃতিকাতর হয়েছিলেন তাতে পরিষ্কার ফুটে উঠেছিল বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার সম্পর্কে তাঁর শ্রদ্ধা ও ভালবাসা। সেটা যে কতখানি তা রবিবার আবার বোঝালেন মেসি।
রবিবার বার্সেলোনার হোম ম্যাচ ছিল ওসাসুনার বিরুদ্ধে। প্রথমার্দ্ধে ব্রেথওয়েট, গ্রিজম্যানের গোলের পর বিরতির পর ব্যবধান বাড়ান ফিলিপে কুটিনহো। এর পর ৭৫ মিনিটে গোল করেন মেসি। এবং গোল করেই বার্সেলোনার জার্সিটা খুলে ফেলেন। সেই জার্সির তলায় ছিল বুয়েনস আইরেসের নিওওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের জার্সি। সেই জার্সি পরেই তিনি আকাশের দিকে দুই হাত তুলে মারাদোনার জন্য শ্রদ্ধা নিবেদন করেন। কেন নিওওয়েলস বয়েজ ক্লাবের জার্সি? কারণ মেসির মতো মারাদোনাও ওই ক্লাবের জার্সি পরে খেলেছেন। পরে মারাদোনার ছবির পাশে নিজের সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেন মেসি।
মেসির ক্লাব যেমন বার্সেলোনা। মারাদোনার ক্লাবও তেমন বার্সেলোনা। তাঁর মৃত্যুর পর রবিবারই প্রথম ম্যাচ ছিল বার্সার। দিয়েগোর প্রতি শ্রদ্ধা জানাতে প্রেসিডেন্টস বক্সে মারাদোনার দশ নম্বর জার্সিটি টাঙানো ছিল ম্যাচের সারাক্ষণ। একই ম্যাচে মেসি ও বার্সা অভিনবভাবে শ্রদ্ধা জানাল মারাদোনাকে।