Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এই বৈঠকের নেতৃত্বে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে তার আগে বিজেপি সভাপতি জেপি নড্ডার বাড়িতে আলোচনায় বসবেন তিনি। সেই আলোচনায় যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। ৩ ডিসেম্বর এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লির ঠান্ডা আবহাওয়া এবং করোনা সংক্রমণের কারণে অমিত শাহর সঙ্গে পরামর্শ করে ১ ডিসেম্বর এই বৈঠক করার সিদ্ধান্ত নেন কৃষিমন্ত্রী। তবে কৃষক আন্দোলনের সংগঠন গুলি জানিয়েছে, প্রতিটি সংগঠনের সঙ্গেই কেন্দ্রীয় সরকারের বৈঠক হওয়া দরকার। সোমবার রাতে হওয়া আলোচনায় ৩২টি কৃষক সংগঠনকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানান কৃষিমন্ত্রী। কেন্দ্রীয় সরকারকে কৃষি আইনের বিষয়টি পুনর্বিবেচনার করে দেখুক এবং সব সংগঠনের সঙ্গে বৈঠকের দাবি জানিয়েছেন স্বরাজ ইন্ডিয়ার সংগঠনের নেতা যোগেন্দ্র যাদব। দেশে ৫০০টি কৃষক সংগঠনের মধ্যে থেকে কেন মাত্র ৩২টি সংগঠনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হল, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন পঞ্জাব কিসান সংঘর্ষ কমিটির যুগ্ম সম্পাদক সুখবিন্দর এস সভরণ। সবাইকে ডাকা না হলে তাঁরা কেউ এই বৈঠকে যোগ দেবেন না বলেও জানান তিনি।