Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ভারতের নয়া কৃষি আইন নিয়ে কৃষকদের দিনের পর দিন ধরে চলা বিক্ষোভ দেখে উদ্বিগ্ন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রথম রাষ্ট্রপ্রধান হিসাবে ভারতের এই সব কৃষক সংগঠন গুলির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রুডো। গুরুনানকের জন্মদিন উপলক্ষ্যে কানাডার শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। এর সঙ্গে ভারতের কৃষক বিদ্রোহের কথাও উত্থাপন করেন ট্রুডো। ভারতীয় কৃষকদের বর্তমান অবস্থা এবং এই কৃষি আইনের ফলে তাঁদের যে দূরাবস্থা, নিজের বক্তব্যে সেই কথাই উল্লেখ করেন কানাডার প্রধানমন্ত্রী। এর পাশাপাশি কৃষকরা যে ভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন, সে কথাও বলতে শোনা যায় তাঁকে।