Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ছবি সৌজন্য : জি নিউজ
তাঁর নামের সঙ্গে পরিচিত না থাকলেও তাঁর লুক,চেহারা ' খলনায়ক ' হিসেবে তকমা পেয়ে গেছিল পর্দায় খলচরিত্রে চুটিয়ে অভিনয় করার সুবাদে। সম্প্রতি, করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এই বর্ষীয়ান অভিনেতা। বয়স হয়েছিল ৭৫। কোঁকড়ানো চুল, কেয়ারি করে কাঁচাপাকা গালপাট্টার ন্যায় চাপদাড়ি ও কটা চোখের রাজু ঠক্কর মানেই ছিল পর্দার মূর্তিমান ভিলেন। জন্মসূত্রে গুজরাটি হলেও জন্ম কলকাতায়। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তাঁর অভিনয় জীবন শুরু হলেও কাজ করেছেন বহু হিন্দি ছবিতে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন বড়পর্দায়। এছাড়াও বাংলা ছবিতে কাজ করেছেন প্রসেনজিৎ,রণজিৎ মল্লিক,জিৎ এর মতো প্রথম সারির বাংলা ছবির অভিনেতাদের সঙ্গে। প্রসঙ্গত,নয়ের দশকের জনপ্রিয় বাংলা মেগা সিরিয়াল ' জননী '-তে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন রাজু। বিষ্ণু পালচৌধুরী পরিচালিত এই সিরিয়ালের মাধ্যমে বাংলার ঘরে ঘরে ' ঢুকে ' গেছিলেন এই ' খলনায়ক ' .তবে বাস্তব জীবনে আদ্যপান্ত এক ভদ্রলোক ছিলেন রাজু। তাঁর অতিথিপরায়ণতা ও ভদ্রতা ছিল সর্বজনবিদিত। স্বাভাবিকভাবেই এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া।