Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
প্রাক্তন IIS আধিকারিক বীরেন সাহার জীবনাবসান। বয়স হয়েছিল ৭৯। আকাশবাণী, ডিপিডি, কলকাতা দূরদর্শন, ডিএফপি’র মতো প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে নানা সময় কাজ করেছেন। অবসর নেওয়ার পরেও যুক্ত ছিলেন কলকাতা আকাশবাণীর সংবাদ বিভাগের সঙ্গে। ছিলেন কবি ও সুলেখক। তাঁর বেশ কয়েকটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে। সাহিত্য পত্রপত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। সাংবাদিকতা শিক্ষকতার জগতে বীরেন সাহা ছিলেন পরিচিত নাম। রেখে গেলেন স্ত্রী, কন্যা, জামাতা ও নাতি সহ অনেক গুণমুগ্ধদের।