Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণিঝড় ' বুভেরি '। জানা গেছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে কেরলের স্থলভাগে। দিল্লি আবহাওয়া অফিসের পাশাপাশি এমন সতর্কতা জারি করা হয়েছে কেরলের মুখ্যমন্ত্রীর তরফেও। আপাতত অতিগভীর নিম্নচাপ থাকলেও এটি দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, বুধবার রাত নাগাদ ' বুভেরি ' শ্রীলঙ্কা উপকূলে তাণ্ডব চালিয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ কন্যাকুমারীতে আছড়ে পড়তে পারে। এরই মধ্যে কেরলের নৌ বাহিনী থেকে শুরু করে নৌকো, হেলিকপ্টার ইত্যাদি আগাম প্রস্তুত করে রাখা হয়েছে উদ্ধারকার্যের জন্য। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সাতটি বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রের থেকেও সাহায্য চাওয়া হয়েছে ত্রাণ ও উদ্ধারকার্যের ব্যাপারে।