Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কৃষি আইন নিয়ে সরকার ও আন্দোলনকারীদের কৃষকদর বৈঠকে গললো না বরফ। সমস্যা সমাধানে সরকার পক্ষ কমিটি গঠনের কথা বললেও তা নস্যাৎ করে দিলেন আন্দোলনকারীরা। কৃষি আইন বাতিলের দাবিতে অনড় থাকলেন কৃষকরা। রফাসূত্র বের করতে এখনই হাল ছাড়তে নারাজ সরকারপক্ষ। আগামী বৃহস্পতিবার ফের বৈঠকে বসছে দু'পক্ষ।
দিল্লির বিজ্ঞান ভবনে কৃষি আইন নিয়ে সরকার ও বিক্ষোভকারীদের বৈঠকের দিকেই তাকিয়ে ছিল দেশের মানুষ। দীর্ঘ বৈঠকের পরেও খুললো না জট। রফাসূত্র বের করতে বিজেপি সভাপতি জে পি নড্ডার বাড়িতে বৈঠকের পর, আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার ইচ্ছেপ্রকাশ করে সরকার পক্ষ। সেইমতো বিজ্ঞান ভবনে হাজির হন ৩৫ জনের প্রতিনিধি দলও। সরকার পক্ষ থেকে ছিলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ। সূত্রের খবর, তাল কাটে কৃষি আইন নিয়ে সরকার তাঁর নিজের অবস্থানে অনড় থাকায়। আইন বাতিল করা হবে না বলে বৈঠকে উপস্থিত কৃষক প্রতিনিধিদের বুঝিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে সমস্যা সমাধানে কৃষি বিশেষজ্ঞ, কৃষকপ্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেয় সরকার পক্ষ। কিন্তু আইন প্রত্যাহারের দাবিতে অনড় থাকেন কৃষক প্রতিনিধিরা। সরকারের দেওয়া কমিটি গঠনের প্রস্তাবও নাকচ করে দেন তাঁরা। ভেস্তে যায় বৈঠক। যদিও রফাসূত্র পেতে এখনই হাল ছাড়তে নারাজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। আলোচনা চলবে বলে জানান তিনি। আগামী ৩ ডিসেম্বর ফের বৈঠকের সিদ্ধান্তের কথা জানান কৃষিমন্ত্রী।