Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ধীরে ধীরে সরব হচ্ছে বিনোদন ইন্ডাস্ট্রি। খুব কম সংখ্যক হলেও সিনেমা হলে মুক্তি পাচ্ছে বাংলা ছবি। 'নিউ নর্ম্যাল লাইফ' রে সঙ্গে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টাকেই প্রমাণ করছে এই পদক্ষেপ। আগামী ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ' ছবিয়াল ' .মুখ্যভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী। মানস বসুর পরিচালিত এই ছবির গল্প কিন্তু বেশ অন্যরকমের। ছবিতে শাশ্বত রয়েছেন একজন ' ছবিয়াল ' এর চরিত্রে। অর্থাৎ ছবি তোলাই তাঁর পেশা। আরও ভালো করে বললে সে শ্মশানে ছবি তোলে। মৃত ব্যক্তির শেষ ছবিই সে তুলে রাখে। তাঁর অভিনীত চরিত্রের নাম হাবুল। অন্যদিকে শ্রাবন্তী রয়েছেন একজন সুন্দরী জমিদার গিন্নির চরিত্রে। নাম লাবণ্য। শ্মশানেই কাজের ফাঁকে লাবণ্য'-র সঙ্গে দেখা হয় হাবুল -এর। এরপর কী হলো ? এই অন্যরকম প্রেমের গল্পে রয়েছে সাসপেন্সেরও ছোঁয়া।