Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বাতিল করা হল অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভা। এই বিতর্কসভায় অংশগ্ৰহণ করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা । তবে ঠিক কেন বাতিল করা হল মমতার অংশগ্ৰহণ, তার সঠিক কোনও কারণ দর্শাতে পারেনি অক্সফোর্ড ইউনিয়ন। উল্লেখ্য, চার মাস আগেই এই বিতর্কসভার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অনুষ্ঠানে অংশগ্ৰহণ করার জন্য আমন্ত্রণও পাঠানো হয়। অক্সফোর্ড ইউনিয়নের এই আহ্বানে সাড়া দিয়ে বিতর্কসভায় যোগদানের সম্মতি জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন বিকেল পাঁচটা নাগাদ এই বিতর্কসভা শুরু হওয়ার কথা থাকলেও অক্সফোর্ড ইউনিয়নের তরফে তা বদলে আড়াইটে নাগাদ শুরু করার কথা বলা হয়। নবান্নের তরফে এই প্রস্তাবেও সম্মতি জানানো হয়। এরপরেই বিতর্কসভা শুরু হওয়ার মাত্র আধঘন্টা আগে নবান্নে একটি ই-মেল পাঠিয়ে এই বিতর্কসভা বাতিল করার কথা জানানো হয় অক্সফোর্ড ইউনিয়নের তরফে। এর আগেও আহ্বান জানিয়েও মমতার চীন,শিকাগো,দিল্লির সেন্ট স্টিফেন কলেজ সফর বাতিল করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আয়োজকদের তরফে।
দেশের বিরোধী জননেতাদের মধ্যে অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বারবার বাতিল করা হচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের এই সফর ? কারা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্ধারিত অনুষ্ঠান বাতিলের পিছনে ? উঠছে প্রশ্ন। অনেকেই এই ঘটনার পিছনে রাজনৈতিক অভিসন্ধির আঁচ পাচ্ছেন। সামনের বছরই এ রাজ্যে বিধানসভার ভোট। তার আগে এই ধরণের কর্মসূচিতে অংশগ্রহণ করলে দেশের পাশাপাশি বিদেশেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি যথেষ্টই উজ্জ্বল হয়ে উঠতো যা কখনই কাম্য নয় অন্য বিরোধী দলগুলির কাছে ।তাঁর সেই ভাবমূর্তিকে ম্লান করতে এ ধরণের পদক্ষেপের সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।