Written By শুভঙ্কর মণ্ডল
সল্টলেকে আন্দোলনরত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বুধবার রাতে পুলিশ বলপূর্বক তুলে দেয় বলে অভিযোগ। চাকরিপ্রার্থীদের অভিযোগ, বেশ কয়েকজন আন্দোলনকারীদের হেনস্থা করে পুলিশ। এমনকি তাঁদের মারধরও করে বলে অভিযোগ। তাঁদের পোষাক ছিঁড়ে দেওয়া হয়। পয়লা ডিসেম্বর থেকে প্রায় হাজারখানেক চাকরিপ্রার্থীর অবিলম্বে নিয়োগের দাবিতে সল্টলেকের এসএসসি অফিসের সামনে বিক্ষোভে শামিল হয়। গতকাল শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে আন্দোলনকারীরা শিয়ালদহ স্টেশনের বাইরে অবস্থান বিক্ষোভ করছেন।