Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন দক্ষিণী তারকা রজনীকান্ত। ২০২১ এর তামিল নাড়ুর বিধানসভার নির্বাচনে তাঁর তৈরি দল অংশগ্ৰহণ করবে বলেই বৃহস্পতিবার ট্যুইট করে ঘোষণা করলেন এই বর্ষীয়ান জনপ্রিয় অভিনেতা। সেই ট্যুইটে রজনী আরও জানান যে চলতি বছরের ৩১ ডিসেম্বর নিজের দলের বিষয়ে বিস্তারিতভাবে সবকিছু জনসাধারণকে তিনি জানাবেন। জানা গেছে গত সোমবারই নিজের দলের জেলা সচিবদের সঙ্গে একটি দীর্ঘ বৈঠক সারেন ' থালাইভা'. উল্লেখ্য,২০১৭ সালেই রজনীকান্ত ঘোষণা করেছিলেন ভবিষ্যতে রাজনীতির আঙিনায় তিনি পা রাখবেন।