Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সুইজারল্যান্ডের নিঁওতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের ড্র। শেষ চারের লড়াইয়ে ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামবে বেলজিয়াম। আর ইতালির মুখোমুখি হচ্ছে স্পেন। সেমিফাইনাল এবং ফাইনালের সবকটি ম্যাচ ইতালিতেই অনুষ্ঠিত হবে।
২০২১ সালের ৬ অক্টোবর নেশনস লিগের প্রথম সেমিফাইনালে মিলানের সান সিরোতে স্পেনের বিরুদ্ধে মাঠে নামবে ইতালি। গ্রুপ-১ থেকে ৬ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে ইতালি। আর গ্রুপ-৪ থেকে মরণ বাঁচন ম্যাচে জার্মানিকে ৬-০ গোলে বিধ্বস্ত করে শেষ চারের টিকিট ছিনিয়ে নিয়েছে স্পেন। দুই দলই দুরন্ত ছন্দে রয়েছে। আর ইতালি বনাম স্পেনের ম্যাচের পরের দিনই জুভেন্তাসের মাঠ তুরিনে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে বেলজিয়াম। গ্রুপ-৩ থেকে একটি ম্যাচেও হার না হজম করে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সেমিতে কোয়ালিফাই করেছে ফ্রান্স। এদিকে গ্রুপ-২ থেকে ৬ ম্যাচের পাঁচটিতে জিতে নেশনস লিগের শেষ চারে জায়গা পাকা করেছে বেলজিয়াম। আর মিলানের সান সিরোতে ১০ অক্টোবর উয়েফা নেশনস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে।