Written By দেবোপম সরকার
নিউটাউন থেকে উদ্ধার সাপের বিষ। গ্রেফতার ২। এদের মধ্যে একজন কলকাতার তপসিয়া এলাকার আর একজন বর্ধমানের খণ্ডকোষ এলাকার বাসিন্দা। নিউটাউন ৩ নম্বর ট্যাঙ্ক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর অফিসাররা এবং নিউটাউন থানার পুলিশ যৌথভাবে হানা দিয়ে প্রায় ৩ কোটি টাকার সাপের বিষ সহ দু'জনকে গ্রেফতার করে। ধৃতদের আগামীকাল বারাসাত আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন একটি জার নিয়ে আসে যার মধ্যে ছিল ৯০০ গ্রাম কোবরা সাপের বিষ। এই বিষটি বিক্রি করার জন্য নিয়ে এসেছিল এবং যখন হাত বদল হচ্ছিল সেই সময় হাতেনাতে ধরা হয় ক্রেতা ও বিক্রেতাকে। উদ্ধার হয় সাপের বিষ, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। ধৃত দু'জনের নাম মহম্মদ মুসা ও মুন্সি সাবির আলী। ধৃত দু'জনকে বারাসাত আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে নিউটাউন থানার পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত করবে। ধৃত দু'জনের সঙ্গে আরও কারা কারা জড়িত এবং এই বিষ তারা কোথায় পেয়েছে এবং কার কাছে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল, সেই সব বিষয়ে তদন্ত করবে পুলিশ।