Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ও জিডিপি বৃদ্ধির হার ঠিক রাখতে রেপো রেট ৪ শতাংশ ও রিজার্ভ রেপো রেট ৩.৩৫ শতাংশে অপরিবর্তিত রাখল আরবিআই। দেশের শীর্ষ ব্যাঙ্কের এই ইতিবাচক খবর পাওয়ার পরেই এই প্রথমবারের জন্য ৪৫ হাজারের গণ্ডি ছুঁল বম্বে স্টক এক্সচেঞ্জ।
আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ‘অর্থনীতিতে যাতে যথেষ্ট টাকার জোগান থাকে, তার জন্য সঠিক সময়ে সেই ধরণের পদক্ষেপ নেবে আরবিআই।’ ত্রৈমাসিক অর্থনৈতিক নীতি বিষয়ক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘বিভিন্ন আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে তাই আগামী কোয়ার্টার থেকেই জিডিপি’র হার ইতিবাচক হবে।’ তিনি আরও বলেন, ‘আর্থিক ক্ষেত্রে যাতে লগ্নি ও টাকা জমার বিষয়টি ঠিক থাকে তা সঠিকভাবে দেখভাল করবে দেশের শীর্ষ ব্যাঙ্ক। এর আগে আরবিআইয়ের তরফে জানান হয় যে, জিডিপি সাড়ে সাত শতাংশ সংকুচিত হবে। তবে তা এবার সাড়ে নয় শতাংশ সংকুচিত হবে বলে জানান হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে জেগে উঠেছে স্টক মার্কেটও। এদিন নিফটিও ছুঁয়েছে ১৩ হাজার ২৪৮.২৫ পয়েন্ট।