Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ছবি সৌজন্যে- দ্য ডেআফটার
নরেন্দ্র মোদীকে টেক্কা দেওয়ার জন্য বিরোধী দল, কংগ্রেসের মুখ হিসাবে রাহুল গান্ধী কি যোগ্য? এই নিয়ে অনেক বিতর্ক চলছে। বিজেপি শিবির থেকে একাধিকবার রাহুলকে এই প্রসঙ্গে কটাক্ষ করা হয়েছে। এমনকি ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর থেকে দলের অন্দরমহলেও এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই বিতর্ক আবার উসকে দিলেন কংগ্রেসেরই শরিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সভাপতি শরদ পাওয়ার। দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যে ধারাবাহিকতার প্রয়োজন রয়ছে, তাতে রাহুল গান্ধীর খামতি রয়েছে বলে মেনে নিয়েছেন তিনি। মহারাষ্ট্রের এক অনুষ্ঠানে গিয়ে রাহুলের নেতৃত্বে যোগ্যতার প্রশ্নে তিনি মন্তব্য করেন, “এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যে ধারাবাহিকতার প্রয়োজন, কোথাও না কোথাও ওঁর মধ্যে তার অভাব রয়েছে। তবে আগে দেখতে হবে কংগ্রেসে ওঁর গ্রহণযোগ্যতা কতখানি।”
২০১৯ লোকসভা নির্বাচনে ভরাডুবির পরই গান্ধী পরিবারের বাইরে কাউকে কংগ্রেসের মুখ করার দাবি জানায় দলের একাংশ। কপিল সিব্বল, পি চিদাম্বরমের মতো বর্ষীয়ান নেতাও এর পক্ষে সরব হয়েছেন। তবে একাংশ আবার এই দাবির বিরোধীতা করেন। এমন পরিস্হিতিতে শরদ পাওয়ারের এমন মন্তব্য নিশ্চিতভাবে এই বিতর্ক আরও উস্কে দিল।