Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
উত্তর প্রদেশ সরকার ভিন্ন ধর্মের বিবাহ বন্ধ করতে কেবলমাত্র আইন পাস করেনি, সেই আইনকে বলবৎ করতেও সচেষ্ট হয়েছে। সম্প্রতি সেটাই দেখা গেল উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ জেলার পারা এলাকায়। ওই অঞ্চলে এক মুসলিম পাত্রের সঙ্গে হিন্দু পাত্রীর বিয়ের আয়োজন হয়েছিল। বুধবার বিয়ের সব আয়োজন শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সঠিক সময় পুলিশ গিয়ে উপস্থিত হয় বিয়ে বাড়িতে। উত্তরপ্রদেশে পাস হওয়া নতুন আইন সম্পর্কে পুলিশ দুই পক্ষের পরিবারের লোকদের জানায় এবং তাঁদের থানায় নিয়ে যায়। লক্ষ্ণৌ পুলিশ আধিকারিক সুরেশ রাওয়াত জানান, এক হিন্দু পাত্রীর সঙ্গে এক মুসলিম পাত্রের বিবাহের খবর পেয়ে পুলিশকে পাঠানো হয় ওই বিয়ে বাড়িতে। পুলিশ দুই পক্ষকেই থানায় এনে তাঁদের নতুন আইনের প্রতিলিপি দেন এবং সেই আইন অনুযায়ী জেলা শাসকের কাছে আবেদন করতে বলেন। জেলাশাসক ভিন্ন ধর্মে বিবাহের আবেদন মঞ্জুর করলেই তবেই পাত্র-পাত্রীর বাড়ির লোকেরা বিবাহের আয়োজন করতে পারবে বলে জানানো হয়। পরিবার সূত্রে জানা গেছে, এখানে ধর্মান্তরের কোন ব্যাপারই ছিল না। দুই পরিবারের সম্মতিতে এই বিবাহ অনুষ্ঠান হচ্ছিল।