Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বলিউডে করোনার আক্রমণ থামার এখনও কোনো লক্ষণ নেই। কড়া নিরাপত্তাবিধির টোপে থাকলেও এবার করোনার কবলে পড়লেন বরুণ ধাওয়ান,নীতু কাপুর এবং ছবি পরিচালক রাজ মেহতা। বর্তমানে রাজ মেহতার পরিচালিত ' যুগ যুগ জিও ' ছবির শ্যুটিংয়ের জন্য চন্ডীগড়ে রয়েছেন ছবির গোটা ইউনিট। ছবির ইউনিট ঘনিষ্ঠ এক সূত্রের খবর,সেখানেই করোনায় আক্রান্ত হয়েছেন ছবির অন্যতম মুখ্য অভিনেতা বরুণ,নীতু সহ ছবির পরিচালক রাজও। শোনা যাচ্ছে অনিল কাপুরও নাকি করোনা পজিটিভ হয়েছিলেন,যদিও এখন তিনি সম্পূর্ণ সুস্থ। বলাই বাহুল্য, এইমুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন আক্রান্ত তারকারা। ' যুগ যুগ জিও '-র শ্যুটিংও স্থগিত রাখা হয়েছে। সবাই একবার সুস্থ হয়ে উঠলেই ফের একবার জোরকদমে শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং।