Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক অভিজাত হোটেলে লেখক সাবর্ণ রায় এর নতুন বই 'এচিংস অফ দি ফার্স্ট কোয়ার্টার অফ 2020' প্রকাশিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রসঙ্গত, বইটির প্রথম অংশে রয়েছে একটি উপন্যাস এবং দ্বিতীয় অংশে লেখকের লেখা কুড়িটি কবিতার সংগ্রহ। উপন্যাসটির অনেকগুলি স্তর আছে। একটি স্তরে সৎ পিতা এবং সৎ মেয়ের কথোপকথন। আরেকটি স্তরে মানুষের মনের বিভিন্ন দিক নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে। আলোচনায় এসেছে রুশ লেখক নভোকভের 'ললিতা'র একটি চরিত্র হাম্বার্ট হাম্বার্ট, অ্যানা কারেনিনা এবং নিখিলেশের চরিত্র। এছাড়াও চিন্তাশীল ব্যক্তিত্ব হেগেল,মার্কস, হাইজেনবার্গের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। বলশেভিক বিপ্লবের কথাও বাদ যায়নি। মনোরোগ থেকে প্রেম সবকিছু নিয়েই নতুন ধারণার অবতারণা করা হয়েছে এই উপন্যাসে। দ্বিতীয় অংশে লেখা কবিতাগুলির বিষয়বস্তুর সঙ্গে উপন্যাসের কিছুটা সাযুজ্যও রয়েছে। লেখকের এটি ষষ্ঠ প্রকাশিত বই। প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারি মাসে লেখকের আরেকটি বই 'ফ্র্যাকচারড মোজাইক' প্রকাশিত হতে চলেছে। যেখানে করোনাকালে লকডাউনের সময় কিভাবে মানুষ ঘরবন্দি অবস্থায় দিন কাটিয়েছে, বাড়িতে থেকে অফিসের কাজ করেছে, শিশুদেরই বা মানসিক অবস্থা কি হয়েছিল সেসব নিয়েও এই বইতে আলোচনা করা হয়েছে। এদিনের বইটি প্রকাশিত হবার পর লেখক নিজে এবং স্বস্তিকা বইয়ের বিশেষ কিছু অংশ পড়ে শোনালেন। তাছাড়াও ছিল বইটি সম্পর্কে একটি এভি প্রেজেন্টেশন। বইটি প্রকাশিত হয়েছে 'লিডস্টার্ট'প্রকাশনা সংস্থা থেকে।