Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
তাঁর বড় ছেলে ইব্রাহিম যে বলিউডে ভবিষ্যতে পা রাখবে সেকথা কিছুদিন আগেই জানিয়েছেন সইফ আলি খান। সম্প্রতি,এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলতে গিয়ে সইফ জানালেন তাঁর ইচ্ছে হৃত্বিক রোশনের মতোই সবাইকে চমকে দিয়ে বলিউডে নিজের ' ডেবিউ ' করুক ইব্রাহিম। নিজের প্রথম ছবির মাধ্যমে বলিউডে যেভাবে জমিয়ে পা রেখেছিলেন হৃত্বিক,সইফের আশা বড়পর্দায় নিজের অভিনীত প্রথম ছবির মাধ্যমে ইব্রাহিমও যেন সেই চেষ্টা করে। পাশাপাশি সইফ আরও বলেন যে তিনি জানেন তাঁর সঙ্গে ইব্রাহিমের নিরন্তর তুলনা চলবে। ইব্রাহিম চাইলেও যে তা এড়াতে পারবে না সে ব্যাপারেও খেয়াল রয়েছে সইফের। তাই এইমুহূর্তে পুত্র ইব্রাহিমের উদ্দেশে সইফের টিপস, ' এখন ও নিজের একটি স্বাতন্ত্র্য স্টাইল গড়ে তুলছে,সেটাই বরং চলুক। ব্যক্তিত্ব গড়ার দিকে আরও সময় দিক আর সবথেকে জরুরি ক্যামেরার সামনে যতটা পারে এখন কম আসুক!'
বর্তমানে ' ভূত পুলিশ ' এর প্রথম দফার শ্যুটিং শেষ করে স্ত্রী করিনা ও ছোট ছেলে তৈমুরের সঙ্গে ধরমশালায় সময় কাটাচ্ছেন সইফ।