Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
দেশে চলছে করোনা টিকার ট্রায়াল। কেন্দ্র ও রাজ্য গুলির মধ্যে টিকার মূল্য নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। মানুষের সাধ্যমতোই নির্ধারিত হবে প্রতিষেধকের দাম। তারপরেই বাজারে চলে আসবে এই টিকা, শুক্রবার সর্বদলীয় বৈঠকে এ কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বপ্রথম স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে করোনার টিকা, জানিয়েছেন তিনি। এর সঙ্গে যারা কোভিডে আক্রান্ত, এবং বয়স্ক ব্যক্তিদের দেওয়া হবে এই করোনার টিকা। তিনি তাঁর ভাষণে জানিয়েছেন, এই মাসের মধ্যেই প্রতিষেধক তৈরি হবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা। তাঁদের কাছ থেকে সবুজ সংকেত পেলেই দেশজুড়ে শুরু হবে করোনার টিকাকরণের কাজ। রাজ্যগুলিতে কিভাবে এই টিকা দেওয়া হবে সে সম্পর্কে এরই মধ্যে কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।