Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
তিনি আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরের ১০০ দিন সমস্ত মার্কিন নাগরিকদের মাস্ক পরার অনুরোধ জানালেন জো বাইডেন। আমেরিকার হবু প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন জানান যে করোনা সংক্ৰমণ রুখতে মাস্ক পরা ভীষণই জরুরি। অথচ মার্কিন আইন অনুসারে প্রেসিডেন্টের আসনে বসলেও সাধারণ মানুষকে তিনি মাস্ক পরে থাকতে বাধ্য করতে পারবেন না। তাই আমেরিকার সাধারণ মানুষের উদ্দেশে বাইডেনের অনুরোধ, ' আমার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগামী ১০০ দিন আপনারা সবাই মাস্ক পরবেন। কেউ কোথাও মাস্ক ছাড়া দয়া করে বেরোবেন না। ' আমেরিকার এই হবু রাষ্ট্রপতি মনে করেন মাস্ক পরে থাকার ওপর করোনা সংক্ৰমণ হওয়ার একটি বড় অংশ নির্ভর করে। করোনার টিকা এলেও যে মানুষকে মাস্ক পরে থাকতে হবে সে ব্যাপারেও দৃঢ় বিশ্বাস তাই। তাঁর আশা, এমনভাবে চললে তবেই ধীরে ধীরে কমবে করোনা। ঠিক এ কারণেই সাধারণ মানুষদের মধ্যে সচেতনেতা বাড়াতে তাঁর ঘোষণা এবার থেকে তিনি এবং মার্কিন হবু ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মাস্ক ছাড়া সামনে আসবেন না। এমনকি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট দফতরে তিনি মাস্ক পরা বাধ্যতামূলক করতে চলেছেন।