Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করার পথে রবীন্দ্র জাডেজা। শুক্রবার ক্যানবেরায়।
একজন হ্যাম স্ট্রিং-এ চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়ার আগে করে গেলেন ২৩ বলে অপরাজিত ৪৪ রান। আর তাঁর বদলে যিনি পরিবর্ত হিসেবে নামলেন, প্রথম একাদশে না থাকা তিনিই পেয়ে গেলেন ২৫ রানে তিন উইকেট। এবং এর জন্য পেলেন ম্যাচের সেরা প্লেয়ারের পুরস্কারও। শুক্রবার ক্যানবেরার মানুকা ওভালে এই দুটো ঘটনাই ভারতের পক্ষে ইতিবাচক গেল এবং সে জন্যই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত ১১ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। যে দুজন ভারতকে জেতাবার ব্যাপারে বড় ভূমিকা নিলেন তাঁরা হলেন রবীন্দ্র জাডেজা এবং যজুবেন্দ্র চহাল। ভারত যখন ব্যাট করছে তখন উনিশতম ওভারের তিন বলের শেষে জাডেজা হ্যাম স্ট্রিং-এ চোট পান। তাই নিয়েই খেলে যান তিনি। এবং কুড়িতম ওভারে মিচেল স্টার্কের বল তাঁর হেলমেটে লাগে। তাতে বিন্দুমাত্র অসুবিধেয় না পড়ে জাডেজা পুরো ওভারটাই খেলেন। এবং শেষ পর্যন্ত ২৩ বলে ৪৪ রান করে খোঁড়াতে খোঁড়াতে প্যাভিলিয়নে ফিরে যান। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও একটি ওভারবাউন্ডারি।
জাডেজার পরিবর্তে ভারত যজুবেন্দ্র চহালকে চায়। এবং ম্যাচ রেফারি ডেভিড বুন আই সি সি-র নিয়ম মেনে চহালকে খেলার অনুমতিও দেন। এজন্য অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার প্রতিবাদ করলেও তাতে বুন কর্ণপাত করেননি। চহালই জিতিয়ে দেন ভারতকে। চার ওভার বল করে মাত্র ২৫ রান দিয়ে তিনি তুলে নেন অ্যারন ফিঞ্চ (৩৫), স্টিভ স্মিথ (১২) এবং ম্যাথু ওয়েডকে (৭)। ভাল বল করেছেন টি নটরাজনও। চার ওভার বল করে মাত্র ৩০ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন তিন উইকেট। তাঁর শিকার হলেন ডেরসি শর্ট (৩৪), গ্লেন ম্যাক্সওয়েল (২) এবং মিচেল স্টার্ক (১)। অস্ট্রেলিয়ার বাকি উইকেটটি পান দীপক চাহার। মোজেস হেনরিক্সকে (৩০) ফিরিয়ে দেন তিনি। কোনও উইকেট না পেলেও চার ওভারে মাত্র ১৬ রান দেন ওয়াশিংটন সুন্দর। এর ফলে ভারতের ১৬১-৭এর জবাবে ১৫০-৭ তুলে অজিরা ১১ রানে ম্যাচ হেরে যায়।
দুপুরে টস জিতে অ্যারন ফিঞ্চ ব্যাট করতে পাঠান ভারতকে। মাত্র ১ রান করে শিখর ধওয়ান বোল্ড হয়ে যান মিচেল স্টার্কের বলে। এর পর বিরাট কোহলিও খুব বেশিক্ষণ টেকেননি। মাত্র ৯ রান করে তিনি সোয়েপসনের বলে তাঁরই হাতে ধরা পড়েন। ভারত তখন ৪৮-২। কিন্তু সহঅধিনায়ক কে এল রাহুল এবং সঞ্জু স্যামসন খুব ভাল ব্যাট করে এগিয়ে নিয়ে যেতে থাকেন ভারতকে। স্যামসন ১৫ বলে ২৩ করে হেনরিক্সের বলে ফিরে গেলেও রাহুল কিন্তু রান করেই যান। এর মধ্যে ব্যাট করতে এসেই ফিরে গেছেন মণীশ পান্ডে। মাত্র ২ রান করে তিনি হয়ে যান অ্যাডাম জাম্পার শিকার। একটু পরেই আউট হয়ে যান রাহুল। ৪০ বলে ৫১ করেন তিনি। ছিল পাঁচটি চার ও একটি ছয়। ভারত তখন ৯২-৫। হার্দিক পান্ডে এবং রবীন্দ্র জাডেজা ক্রিজে। এই দুজনই বুধবার ভারতকে জিতিয়েছিলেন তৃতীয় এক দিনের ম্যাচে। কিন্তু এদিন হার্দিক পনেরো বলে ১৬ করে বিদায় নেন। তাঁকেও তুলে নেন হেনরিক্স। ইনিংসে বেশি রান ওঠেনি দেখে রবীন্দ্র জাডেজা এবার ফুঁসে ওঠেন। তাঁর হাতে মার খেয়েছেন সব অজি বোলারই। শেষ পর্যন্ত মাত্র ২৩ বলে অপরাজিত ৪৪ করেন তিনি। তার জন্যই ভারতের রান ১৬১ হয়। তিনি অবশ্য ফিল্ডিং করতে পারেননি। তাঁর বদলে সুপার সাব যজুবেন্দ্র চহালের হাতেই বধ হয় অস্ট্রেলিয়া।
দু দেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ রবিবার সিডনিতে।