Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
গত ১৯ নভেম্বর ভূস্বর্গের নাগরোটায় হওয়া জঙ্গি হামলার তদন্তের ভার এবার এনআইএ-র হাতে তুলে দিল কেন্দ্র। এতদিন এই হামলার তদন্তের দায়িত্বে ছিলেন জম্মু-কাশ্মীর পুলিশ। প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই ঘটনার তদন্তভার নিয়ে একটি এফআইআর দায়ের করেন। মনে করা হচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-এ-মহম্মদের হাত রয়েছে ওই হামলার পিছনে। নাগরোটায় হওয়া ওই জঙ্গি হামলায় বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছিল চার জঙ্গির। অন্যদিকে জঙ্গিদের সঙ্গে চলা গুলির লড়াইয়ে আহত হন দুই পুলিশকর্মীও।
ভারতীয় গোয়েন্দাদের দাবি, পাকিস্তানের পঞ্জাব প্রদেশেই ছিল নিহত ৪ জঙ্গির বাড়ি। জানা গেছে, নিহতদের কাছ থেকে যে মোবাইল ফোন ও টিপিআইএস পাওয়া গেছে তার লিঙ্ক রয়েছে পাকিস্তানের সঙ্গে। জম্মু-কাশ্মীর পুলিশের তদন্তে উঠে এসেছে যে স্থানীয় ডিডিসি নির্বাচন বানচাল করতেই ওই সমস্ত পরিকল্পনা করা হয়েছিল।