Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ছবি সৌজন্যে- স্কাই স্পোর্টস
নাপোলিতে ভগবানের অপর নাম ‘দিয়েগো মারাদোনা’। বার্সেলোনা ছেড়ে ফুটবলের রাজপুত্র যখন নাপোলিতে আসেন, ইতালির এই ফুটবল ক্লাবকে সেভাবে কেউ চিনত না। সেই নাপোলিকেই তিনি ১৯৮৭ সালে ইতালিয়ান সিরি এ, ইতালিয়ান কাপ এবং উয়েফা কাপে চ্যাম্পিয়ন করেছিলেন। বিশ্ব ফুটবলে নাপোলিকে একা দমে সম্মান এনে দিয়েছিলেন মারাদোনা। পিছিয়ে থাকা এই ক্লাবকে জুভেন্তাস, এসি মিলান, ইন্টার মিলানের মতো শক্তিশালী ক্লাবের সঙ্গে লড়তে শিখিয়েছিলেন। তাই নেপলসবাসীদের সঙ্গে মারাদোনা সম্পর্ক অন্য সুতোয় বাঁধা। স্বাভাবিকভাবেই তারা তাদের এই ‘নায়কের’ আকষ্মিক মৃত্যুতে স্তব্ধ। মারাদোনার মৃত্যুর রাতে তাঁকে সম্মান জানাতে রাস্তায় নেমেছিল অগণিত নেপলসবাসী। তাদের সান পাওলো স্টেডিয়ামের আলো সারা রাত জ্বেলে রেখেছিল। এবার তো মারাদোনাকে সম্মান জানাতে আরও এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল নেপলসবাসী। নাপোলির স্তাদিও সান পাওলো স্টেডিয়ামের নাম বদলে স্তাদিও দিয়েগো মারাদোনা রাখা হল। নেপলস সিটি কাউন্সিলে সবার অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।