Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ফের একবার খবরের শিরোনামে কিংফিসার এয়ারলাইন্স লিমিটেডের মালিক ও লিকার ব্যবয়াসী বিজয় মালিয়া। ফ্রান্সে গচ্ছিত তার বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আর্থিক তছরুপের কারণেই বিজয় মালিয়ার ফ্রান্সে গচ্ছিত ১৬ লক্ষ ইউরো অর্থাৎ, ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। ইডি জানিয়েছে, ফরাসি কর্তৃপক্ষ তাদের অনুরোধে সেখানে ৩২ এভিনিউ, এফওসিএইচ, এই ঠিকানায় গচ্ছিত বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বিপুল পরিমাণের ঋণ শোধ না করেই বিদেশে পালিয়ে যান বিজয় মালিয়া। তাকে এখনও দেশে ফেরানো সম্ভব হয়নি। তবে এর আগে তার ১১,২৩১.৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।