Written By দেবোপম সরকার
নিউটাউনে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪। অভিযুক্তদের গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ। শুক্রবার রাতের বেলা নিউটাউন রাম মন্দিরের কাছে একটি নির্জন এলাকায় তাঁকে গণধর্ষণ করে। পুলিশ সূত্রে খবর, একজন যুবক তার পূর্ব পরিচিত ছিল। শুক্রবার রাতের বেলায় নাবালিকা তার প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়েছিল, সেই সময়ে ৪ জন যুবক ঝোপের মধ্যে তাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নাবালিকার প্রেমিককে প্রাণে মারার হুমকি দিয়ে পালিয়ে যায়। মহিলার চিৎকার শুনে টহলদারী পুলিশের গাড়ি নাবালিকাকে উদ্ধার করে এবং ১ জনকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদেরকেও গ্রেফতার করে। অভিযুক্তদের শনিবার বারাসাত আদালতে তোলা হয়। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশি নিরাপত্তা নিয়ে।