Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ছবি সৌজন্যে- দ্য টেক্সাস ট্রিবিউন
করোনায় জর্জরিত আমেরিকা। এখন পর্যন্ত আমেরিকায় প্রায় দেড় কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। করোনা ভ্যাকসিন কবে বাজারে আসবে তার প্রহর গুনছে আমেরিকাবাসী। তবে ভ্যাকসিন বাজারে আসলে, তা সবার জন্য বাধ্যতামূলক নয় বলে জানালেন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনের আগে যেমন তিনি সবাইকে মাস্ক পরার আবেদন জানিয়েছিলেন। তেমনই ভ্যাকসিন বাজারে এলে তিনি সবাইকে তা নেওয়ার জন্য আবেদন জানাবেন। তবে আইন করে বাধ্যতামূলকভাবে সবাইকে ভ্যাকসিন নিতে হবে, এমন পথে হাঁটছেন না তিনি। তাঁর কথায়, “প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতানুসারে যা কিছু করার প্রয়োজন তা করব। দেশবাসীকে সঠিক কাজ করতে উৎসাহিত করব। তবে ভ্যাকসিন নিতে কোনও নির্দেশ নয়।” এক সার্ভেতে উঠে এসেছে আমরিকার প্রায় ৬০ শতাংশ মানুষ করোনা ভ্যাকসিন নিতে ইচ্ছুক।