Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
আজ ফের হবে কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের তৃতীয় দফার বৈঠক। শনিবার দুপুর ২টো নাগাদ আরও একবার কৃষক সংগঠন গুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। তবে এর আগে শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে একটি বৈঠক ডাকা হয়, যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং রেলমন্ত্রী পীযূষ গয়াল। চলতি সপ্তাহের বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠক ছিল। কিন্তু সেখানে কেন্দ্রীয় সরকার কৃষি আইন সংশোধনের প্রস্তাব দিলে কৃষক সংগঠন গুলি এই আইন বাতিলের দাবিতে অনড় থাকেন। ফলস্বরূপ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। যার জেরে জারি থাকে কৃষক আন্দোলন। আজকের ফের তৃতীয় দফার এই বৈঠকে কৃষি আইন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভব হয় কিনা, তার অপেক্ষাতেই রয়েছেন দিল্লির সীমানার আন্দোলনকারীরা।