Written By গৌতম চক্রবর্তী
তৃণমূল কংগ্রেসের সাংসদ মৌসম বেনজির নুর মালদহ জেলা তৃণমূল কংগ্রেস অফিসে শনিবার একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, ' আমার দল থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে সেই গুজবে অন্যান্য দলের সঙ্গে বিজেপির ষড়যন্ত্র থাকতে পারে। পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি পাশাপাশি দলগত ভাবে আমরা এর তদন্ত করছি। পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।' উল্লখ্য দিন কয়েক ধরে মৌসম বেনজির নুরকে নিয়ে স্যোশাল মিডিয়া সহ কিছু সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছিল যে মৌসম নুর তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। শনিবার দুপুরে তিনি এই সাংবাদিক বৈঠকে জানান, তাঁকে কালিমালিপ্ত করতেই বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল একটা চক্রান্ত করছে। এদিন তিনি আরও বলেন, ' আমি এই দলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এসেছি। তার হাত ধরে নবান্নে আমি এই দলে যোগদান করে ছিলাম। শুভেন্দু অধিকারী সেই সময় মালদহ জেলার পর্যবেক্ষক ছিলেন এছাড়া আমার সঙ্গে শুভেন্দু অধিকারীর আর কোনো সম্পর্ক নেই।'