Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
পরিচালক ওম রাউতের 'আদিপুরুষ ' ছবিতে ' লঙ্কেশ ' অর্থাৎ রাবণের চরিত্রে অভিনয় করতে দেখা সইফ আলি খানকে। ছবিতে ' রাম ' এর ভূমিকায় রয়েছেন প্রভাস ও ' সীতা '-র চরিত্রে পর্দায় দর্শকদের সামনে হাজির হবেন কৃতি শ্যানন। সম্প্রতি এক সংবাদমাধ্যমের নেওয়া সাক্ষাৎকারে ' আদিপুরুষ '-এ নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে নাকি সইফ বলেছেন, রাবণকে মানবিক দিক এবং সীতাহরণ কতটা ন্যায়সঙ্গত ছিল, তা দেখানো হবে। সইফের এহেন মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। নেটদুনিয়ায় নেটিজেনদের একাংশ বেজায় চটেছেন এই বলি-অভিনেতার ওপর। ' আদিপুরুষ ' থেকে সইফকে বাদ দেওয়ারও দাবি উঠেছে। এই ছবিতে নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে সইফ জানান, রাবণের মানবিক দিকগুলো এই ছবিতে তুলে ধরা হবে। বোন শূর্পণখার নাক কাটার পর সীতাহরণ ও রাম-রাবণের যুদ্ধ কতটা ন্যায়সঙ্গত ছিল, ছবির দৃষ্টিভঙ্গি দিয়ে তা দর্শকদের সামনে আনা হবে। ' আদিপুরুষ ' থেকে সইফকে বাদ দেওয়ার দাবিতে পরিচালক ওম রাউতের উদ্দেশে ' # ওয়েক আপ ওম রাউত ' হ্যাশট্যাগও ট্রেন্ডিং এই মুহূর্তে।