Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কোভিড ভ্যাকসিনের ট্রায়ালে অংশ গ্রহণ করার এক মাসের মধ্যে করোনা আক্রান্ত হলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। সম্প্রতি তিনি নিজের করোনা পরীক্ষা করান, যেখানে তাঁর করোনা ধরা পড়ে। এ কথা নিজের ট্যুইটারে জানিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, করোনা পরীক্ষায় তাঁর ফল পজিটিভ এসেছে। আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এর সঙ্গে তিনি পরামর্শ দিয়েছেন যে, যারা যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন নিজেদের করোনা পরীক্ষা করান। চলতি বছরের ২০ নভেম্বর স্বেচ্ছায় তিনি ভ্যাকসিনের ট্রায়ালে অংশ গ্রহণ করেছিলেন।