Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
জানা গেছিল আগেই। এবারে মুক্তি পেয়েছে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাঠ করা সুকুমার রায় রচিত ' আবোল তাবোল 'এর কবিতাগুলি। মিউজিক অফ মিনিস্ট্রির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই আবোল তাবোল। তবে এক্ষেত্রে শুধুই সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠ না,গোটা ব্যাপারটি অডিও ভিজ্যুয়াল হিসেবেই পেশ করা হয়েছে। মিউজিক অফ মিনিস্ট্রির ইউটিউব চ্যানেলে প্রথম দুটি সিরিজ মুক্তি পেয়েছে আবোল তাবোলের। এটির ভাবনা ও ডিজাইন করেছেন শিলাদিত্য চৌধুরী। সুকুমার রায়ের লেখা আবোল তাবোলের ৫৩টি ছড়া দু'টি সিরিজে পড়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মাত্র দুদিনের মধ্যে এই গোটা প্রোজেক্টের কাজ শেষ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।গত ১৪ নভেম্বর শিশু দিবসে চারটি সিরিজের মাধ্যমে মিউজিক অফ মিনিস্ট্রির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই আবোল তাবোল। শিলাদিত্যর কথায়,' আবোল তাবোল এর কবিতা সব বয়সের মানুষেরাই উপভোগ করতে পারবেন। পরবর্তী প্রজন্মের জন্য এটি একটি সম্পদ হয়ে থাকল।'
' আবোল তাবোল ' এর বাকি সিরিজগুলিও খুব তাড়াতড়ি মুক্তি পাবে বলেই জানা গেছে।