Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ার আরও একটি উইকেট পাওয়ার পর টি নটরাজনকে আদর বিরাট কোহলির। শুক্রবার ক্যানবেরাতে।
ক্যানবেরাতে পর পর দুটো ম্যাচ জিতে বিরাট কোহলির ভারত এখন সিডনিতে সিরিজের বাকি দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলবে। সিডনিতেই পর পর দুটো এক দিনের ম্যাচে হারের পর ভারত গিয়েছিল ক্যানবেরাতে। এবং সেখান থেকে প্রথমে তৃতীয় এক দিনের ম্যাচ এবং তারপর প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে ভারতীয় দল এখন উৎসাহে টগবগ করছে। রবিবার তারা যদি সিডনিতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা জিতে যায় তাহলে সিরিজ পকেটে পুরতে পারবে, যা চার ম্যাচের টেস্ট সিরিজের আগে বাড়তি মনোবল জোগাবে ভারতকে।
তবে টি টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচে ভারত পাবে না রবীন্দ্র জাডেজাকে। শুক্রবার ব্যাট করার সময় মিচেল স্টার্কের বল হেলমেটে লাগে জাডেজার। কোনও রকম শুশ্রূষা না করেও জাডেজা ওভারটা খেলে দেন। তার আগেই অবশ্য হ্যাম স্ট্রিং-এ চোট পেয়েছেন তিনি। খোঁড়াতে খোঁড়াতে প্যাভেলিয়নে ফেরেন। সেখানে ফিরে জানান, মাথা টলছে। সঙ্গে সঙ্গে টিমের ডাক্তার তাঁকে ফিল্ডিং করতে মানা করেন। ভারত ম্যাচ রেফারি ডেভিড বুনকে সব জানালে তিনি জাডেজার বদলে কনকাসন সাব হিসেবে যাজুবেন্দ্র চহালের নাম অনুমোদন করেন। এই নিয়ে আপত্তি জানান অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। কিন্তু তাঁর আপত্তি ধোপে টেকেনি। তবে জাডেজাকে আর এই সিরিজে পাওয়া যাবে না। নিজেকে সুস্থ করে তিনি থাকবেন টেস্ট সিরিজে ফেরার অপেক্ষায়। জাডেজার বদলে দলে নেওয়া হয়েছে শার্দুল ঠাকুরকে।
যাজুবেন্দ্র চহালকে নিয়ে এত কথা হচ্ছে কারণ তিনিই ভারতের জয়ের কাণ্ডারী। ২৫ রানে তিন উইকেট নিয়েছেন। তাঁর পাশে টি নটরাজন এবং ওয়াশিংটন সুন্দরের কথাও বলতে হবে। নটরাজন নিয়েছেন ৩০ রানে তিন উইকেট। আর সুন্দর কোনও উইকেট না পেলেও চার ওভারে দিয়েছেন মাত্র ১৬ রান। রবিবার সিডনিতে এই তিনজনের হাতেই থাকবে ভারতের জয়ের চাবিকাঠি। সঙ্গে থাকবেন দীপক চাহার এবং মহম্মদ শামি। তবে শামির বদলে যশপ্রীত বুমরার কথাও ভাবা হতে পারে। আগের ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে শামি বা বুমরা যিনিই নামুন না কেন ভারতের বোলিং শক্তি অজিদের হারানোর মতো।
ব্যাটিংয়ে বিরাট কোহলির পাশে কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, শিখর ধওয়ান বড় শক্তি ভারতের। তবে জাডেজার ব্যাটিং মিস করবে ভারত। পর পর দুটো ম্যাচে তিনি ৬৬ ও ৪৪ করেছিলেন। অস্ট্রেলিয়া বাকি দুটি টি টোয়েন্টির জন্য টিমে নিয়েছে অফ স্পিনার নাথন লিয়ঁকে। এছাড়া তাদের দল একই থাকছে। গত ম্যাচে অলরাউন্ডার মোজেস হেনরিক্স ব্যাটে এবং বলে খুবই ভাল করেছেন। প্রথমে বল করে চার ওভারে ২২ রানে তিন উইকেট নেওয়ার পর ২০ বলে ৩০ করেছেন হেনরিক্স। ওপেনার ডেভিড ওয়ার্নারকে মিস করছে অস্ট্রেলিয়া। তাঁর বদলি ডোয়ার্সি শর্ট কেঁদে ককিয়ে ৩৮ বলে ৩৪ করেছেন। তবে অজিদের দুই দুর্দান্ত ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল আগের ম্যাচে খুব কম রানে আউট হয়ে গেছেন। সেজন্যই ৫৬-০ থেকে অস্ট্রেলিয়া ১৫০-৮-তে শেষ করে। ভারতকে জিততে হলে আবারও স্মিথ এবং ম্যাক্সওয়েলকে কম রানে ফেরাতে হবে। তবে ভারত এখন তার ছন্দ ফিরে পেয়েছে। প্লেয়াররাও নিজেদের ফর্ম ধরে রাখতে পারছেন। ক্যানবেরাতে জেতার পর সিডনিতেও তাই ভারতই ফেভারিট।