Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
তৃতীয় দফার বৈঠকও ব্যর্থ। তাই আগামী সপ্তাহে বুধবার কেন্দ্রের সঙ্গে বৈঠক করতে রাজি হল কৃষকরা। এখনও পর্যন্ত নিজেদের দাবিতে অনড় তাঁরা। প্রত্যাহার করতে হবে এই কৃষক আইন। অপরদিকে আইন সংশোধন হলেও আইন প্রত্যাহার হবে না, স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্র। এদিনও বৈঠকে কৃষকদের চা ও খাবার দেওয়া হয়েছিল। কিন্তু আগের দিনের মতোই নিজেদের আনা খাবার খান তাঁরা। এখন কেন্দ্র এই সমস্যার কি সমাধান করে, তা নিয়েই হবে চতুর্থ দফায় বৈঠক। তবে চতুর্থ দফার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয় কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।