Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়ের জীবনাবসান। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। তাঁর অভিনীত প্রথম ছবি মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’। এছাড়াও তিনি অভিনয় করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেনের ছবিতেও। রবিবার সকালে নিজের বাড়িতেই ৯টা ৩৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনু মুখোপাধ্যায়। তাঁর বড় জামাই জয়ন্ত সর্দার জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। কোমরের সমস্যার জন্য শেষ চার বছর একেবারে শয্যাশায়ী ছিলেন। তার ওপরে ছিল হৃদযন্ত্রের সমস্যাও। মনু মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর জানিয়ে আর্টিস্ট ফোরাম জানিয়েছে, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা ও ফোরামের প্রাণের মানুষ মনু মুখোপাধ্যায় আজ প্রয়াত হয়েছেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর নশ্বর দেহ দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত তাঁর বাড়িতেই রাখা থাকবে, তারপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।’
১৯৩০ সালে কলকাতায় জন্ম মনু মুখোপাধ্যায়ের। তাঁর আসল নাম সৌরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তবে পরিচিতি ও খ্যাতি পেয়েছিলেন মনু নামেই। ছাত্রজীবনে পঠন-পাঠন করেছেন ভারতী স্কুলে। ১৯৪৬ সালে ম্যাট্রিক পাশ করেন। এরপর মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজে ভর্তি হন সৌরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সেখান থেকেই পাশ করেন আইএ। পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই তাঁর অভিনয়ের প্রতি টান। তবে কর্মজীবন শুরু করেছিলেন ১৯৫৭ সালে বিশ্বরূপা থিয়েটারে প্রম্পটার হিসাবে। এরপর ‘ক্ষুধা’ নাটকে অভিনয়ের সুযোগ পান। কালী বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন। তারপর ধীরে ধীরে নেশাকেই পেশা হিসাবে বেছে নেন। কালী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মৃণাল সেনের কাছে পৌঁছান মনু মুখোপাধ্যায়। তাঁর অভিনীত প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে। ছবিটি ১৯৫৯ সালে মুক্তি পায়। অভিনয় করেছেন মৃণাল সেনের মৃগয়া, সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান সহ একাধিক বাংলা ছবিতে। ছোট পর্দাতেও নিয়মিত অভিনয়ের ছাপ রেখে গেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সংস্কৃতি মহলে।