Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
৭ ডিসেম্বর সোমবার থেকে বাড়তি মেট্রো চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। শনিবার ট্যুইটে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এতদিন শহরে চলত ১৯০টি মেট্রো। সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রোর সংখ্যা বেড়ে হবে ২০৪ টি। সময়েরও পরিবর্তন করা হয়েছে।
সোমবার থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৮টার পরিবর্তে সকাল ৭টা থেকে। অর্থাৎ, সকালে নোয়াপাড়া থেকে ৮টা ০৯ মিনিটের বদলে প্রথম মেট্রো ছাড়বে ৭টা ০৯ মিনিটে। রাত ৯টার পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩০ মিনিটে। কবি সুভাষ থেকেও ৮টা ৫৫ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে ৯টা ২৫ মিনিটে।
সকাল-সন্ধ্যায় অফিসের টাইমে ৭ মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে। বয়স্ক, মহিলা এবং বাচ্চাদের (১৫ বছরের নীচে) ক্ষেত্রে কোনও ই-পাস লাগছে না। সকাল ৭টা থেকে ৮টা ৩০মিনিট এবং রাত ৮ টার পর থেকে ই-পাসের প্রয়োজন হবে না। তবে টোকেনের ব্যবহার এখনও চালু হচ্ছে না। কেবলমাত্র স্মার্টকার্ড ব্যবহার করেই মেট্রো পরিষেবা উপভোগ করতে পারবেন যাত্রীরা।