Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
মেধা থাকলেও আর্থিক দুরবস্থার কারণে বহু ছাত্র উচ্চশিক্ষার জন্যে কলকাতার বড় কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতে পারে না। এইসব মেধাবী পড়ুয়াদের তাই উচ্চ শিক্ষা ক্ষেত্রে পঠনপাঠনের সুযোগ করে দিতে এগিয়ে এল ভারত সেবাশ্রম সংঘ।
ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত বিরাটি হিন্দু মিলন মন্দিরের উদ্যোগে গরিব ও পিছিয়ে পড়া ছেলেদের কলকাতায় বিনামূল্যে থাকা খাওয়া সহ ছাত্রাবাসের ব্যবস্থা করা হয়েছে । বিরাটি হিন্দু মিলন মন্দিরের প্রধান পরিচালক শুভাশিস বাগচী বলেন, 'বিরাটি স্টেশনের পশ্চিমে বিরাটি বিদ্যালয় (বয়েজ) হাইস্কুলের পাশে বিরাটি হিন্দু মিলন মন্দিরের দোতলায় ২০১০ সাল নাগাদ প্রণব বিদ্যার্থী ভবন চালু হয়। সেখানে থেকে কলকাতার প্রেসিডেন্সি, স্কটিশ চার্চ এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও বহু ছেলে পাস করে এখন বড় চাকরি করছেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, এমনকি তাদের নীতিগত শিক্ষা দেওয়া হয়। এবছর করোনা মহামারির সময় নতুন করে সেই বিদ্যার্থী ভবন ঢেলে সাজানো হয়েছে যাতে বেশি করে পড়ুয়াদের এখানে থাকার ব্যবস্থা করা যায়।'
এ প্রসঙ্গে শুভাশিস বাগচী আরও বলেন, ‘দুই ২৪ পরগনা ও সুন্দরবন এলাকার বহু ছেলেই ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত ছাত্রাবাস গুলিতে থেকে পড়াশোনা করে। কিন্তু উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সহ অন্যান্য জেলাগুলি থেকে ছাত্ররা কলকাতায় থাকার সমস্যায় পড়তে আসতে পারে না। তাই তাদের উচ্চ শিক্ষার জন্যে গাইড করার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ায় ব্যবস্থা করছে বিরাটি হিন্দু মিলন মন্দির।'