Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
যত দ্রুত সম্ভব কলকাতা পুরসভার ভোট সেরে ফেলতে এবার রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।রাজ্য সরকারের সমস্ত যুক্তি খারিজ করে দিয়ে আদালত নির্দেশ দিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হবে। কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আদালতের তরফে রাজ্যকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্বাচনের দিনক্ষণ ঠিক না করলে, আদালত থেকেই প্রশাসক বসিয়ে দেওয়া হবে। এরপরই সাতদিনের সময় চেয়ে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শীঘ্রই এনিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে তারা।রাজ্যের পুরসভার ভোট নিয়ে সরকার গাফিলতি করতে বলে বহুদিন ধরে সরব বিজেপিসহ বিরোধীরা। সর্বোচ্চ আদালতের এদিনের রায় সেই দাবিকেই মান্যতা দিল বলে অভিমত রাজনৈতিক মহলের।
Amazing a good deal of very good info. Best Essay writing write my essay