Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজারে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড-সহ একাধিক সরকারি পরিষেবা মানুষের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে আগামিদিনে খাদ্য ও স্বাস্থ্য দুটি পরিষেবাই বিনামূল্যে পাবেন রাজ্যের মানুষ।’ বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার দু’দিনের সফরে রাজ্যে এসে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে অংশ নেন। মমতার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি দুয়ারে দুয়ারে লিফলেটও বিলি করেন। মোদী সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পটি এই রাজ্যে কার্যকর না হওয়ায় মমতার তীব্র সমালোচনা করেন নাড্ডা। সেই কর্মসূচির ২৪ ঘন্টার মধ্যেই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়ে রাস্তায় নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরের ওই কর্মসূচিতে সাধারণ মানুষের হাতে মুখ্যমন্ত্রী ‘স্বাস্থ্যসাথী’ কার্ড তুলে দেন। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, ‘বাংলায় এমন কোনও পরিবার যেন না থাকে, যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই।’
এদিনের অনুষ্ঠানে নাম না করে নাড্ডাকে আক্রমণ করে মমতা বলেন, ‘কোনও একজন ভদ্রলোক এসেছেন। দেশের কোনও কাজ নেই? ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কৃষকরা আন্দোলন করছে, সে দিকে নজর নেই। ওরা অকথ্য কথা বলে, মিথ্যে কথা বলে, মানুষকে ভুল বোঝায়। অনেকেই বাইরে থেকে গেস্ট হাউসগুলোতে এসে উঠেছে। যত ছোট ছোট হোটেল আছে সেখানে উঠেছে। প্রতিবার নির্বাচনের সময় আরএসএসের লোকেরা আসে। বিভিন্ন ধরনের। এদের পাত্তা দেবেন না। এরা কেউ বাংলার লোক নয়। এদের থেকে সাবধানে থাকুন।’ বিজেপি নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘বাংলার নির্বাচনে হিম্মত থাকলে বাংলার লোক দিয়ে করুন। বাংলার নির্বাচনে বাইরের লোকেরা কেন আসবে?’ জনগণের প্রতি মমতার আর্জি, ‘বহিরাগত গুণ্ডাদের আটকান। বাংলাকে বাঁচান।’