Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
রাজ্যে বিজেপির প্রচার অভিযানে সাধারণ মানুষ সাড়া না দেওয়ায় প্রচারের কৌশল হিসেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনা প্রচার করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। কলকাতার মেয়ো রোডে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ওই ঘটনা বিজেপি’র তরফে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। অন্যদিকে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই অশান্তির ঘটনার জন্য মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভকে দায়ী করেছেন। জনরোষের কারণেই বিজেপি নেতাদের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এদিকেরাজ্য পুলিশের তরফে ট্যুইট করে জানানো হয়েছে জে পি নাড্ডার কনভয়ে হামলা চলেছে বলে যে প্রচার করা হচ্ছে তা ঠিক নয়। পথচলতি কিছু মানুষ গাড়িতে পাথর ছুড়েছে। তবে তার বহু পিছনে ছিল নাড্ডার কনভয়। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।