Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে বার করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। শুক্রবার দুপুরে উডল্যান্ড হাসপাতালের তরফে এই খবর জানানো হয়েছে। সেখান থেকে বেরোনোর পর তাঁর সঙ্গে দেখ করেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও মেয়ে সুচেতনা। তাঁদের সঙ্গে ইশারায় কথাও বলেন তিনি। তবে মেকানিক্যাল ভেন্টিলেটর থেকে বের করার পর বুদ্ধদেব ভট্টাচার্যকে পর্যবেক্ষণে রাখেবন চিকিৎসকরা। ভেন্টিলেশনের বাইরে তাঁর শরীর কেমন থাকে এবং শরীরের সহ্য ক্ষমতা কেমন, তার দিকেও নজর রাখবেন চিকিৎসকরা। তবে তাঁর শরীরের রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে বলে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসকরা।