Written By দেবাশিস সেনগুপ্ত
প্রয়াত প্রাক্তন সাংসদ রাধিকা রঞ্জন প্রামানিক বয়স হয়েছিল ৮৯ বছর। পরিবার সূত্রে জানান গেছে, রবিবার সকালে সল্টলেকের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাক্তন সাংসদ রাধিকা রঞ্জন প্রামানিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী তাঁর শোক বার্তায় লেখেন, ‘দরিদ্র পরিবারের সন্তান রাধিকা রঞ্জন প্রামানিক তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রান্তিক এলাকায় মানুষের সেবা করে গেছেন। পরিণত বয়সে প্রথাগত বামপন্থী রাজনীতি ছেড়ে তিনি মা- মাটি- মানুষের আন্দোলনে নিজেকে যুক্ত করে বৃহত্তর গনতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করেছিলেন। সেই সূত্রে তিনি আমার ঘনিষ্ট দলীয় সহকর্মী ছিলেন। তিনি মগরাহাট (পূর্ব) কেন্দ্র থেকে বিধায়ক ও পরবর্তীতে মথুরাপুর থেকে ৫ বার সাংসদ নির্বাচিত হন। রাধিকা দা ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় এবং সকলের প্রিয় মানুষ। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিক রাধিকা রঞ্জন প্রামানিকের মৃত্যু রাজনীতি জগতে এক বড় ক্ষতি। আমি রাধিকা দা-র পরিবার-পরিজন ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’