Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের রবিবারে শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানান হয়েছে। হাসপতালের প্রকাশিত বুলেটিন অনুযায়ী তাঁর রক্তচাপ, পালস রেট, অক্সিজেনের মাত্রা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবই স্বাভাবিক রয়েছে। রাতে ভালো ঘুমও হয়েছে তাঁর। তবে তিনি এখনও বাই প্যাপ সাপোর্টে রয়েছেন। শনিবার রাতে স্যুপ খান তিনি। রাইলস টিউব এখনও খোলা হয়নি। রবিবার ক্যাথিটার ও রাইলস টিউব খোলার সম্ভাবনা রয়েছে। শনিবারই চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গেও ফোনে কথা হয় তাঁর।
প্রসঙ্গত উল্লেখ্য, বুদ্ধদেব ভট্টাচার্য এখন অনেকটাই সঙ্কটমুক্ত বলে শনিবারেই জানান চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, এর পর সব কিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে তাঁকে। শনিবার বিকেলে চিকিৎসকরা জানান, চিকিৎসায় এ যাবৎ বুদ্ধদেব ভালো সাড়া দিয়েছেন। গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই। অল্প কথা বলতে শুরু করেছিলেন শুক্রবার থেকেই, শনিবার চেস্ট ফিজিয়োথেরাপির জন্য বেডে পা ঝুলিয়ে বসানো হয় তাঁকে।
Regards. Numerous stuff. Best Essay writing help essay