Written By দেবোপম সরকার
বড়সড় ডাকাতির ছক বানচাল করল নারায়ণপুর থানার পুলিশ। গ্রেফতার তিন। গঙ্গানগর কাটাখাল এলাকা থেকে তাদের গ্রেফতার করে নারায়নপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভোজালি, লোহার রড, হাতুড়ি সহ ডাকাতি করার সরঞ্জাম। আজ রবিবার ধৃতদের বারাকপুর আদালতে তোলা হবে।
গতকাল শনিবার গভীর রাতে গোপন সূত্রে পুলিশ খবর পায় গঙ্গানগর কাটাখাল এলাকায় বেশ কয়েকজন সন্দেহভাজন ঘোরাঘুরি করছে। খবর পেয়ে নারায়ণপুর থানার পুলিশ গঙ্গানগর কাটাখাল এলাকায় যায়। পুলিশ দেখে সবাই দৌঁড়তে শুরু করে। তাড়া করে তিনজনকে ধরে ফেলে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে ওই এলাকায় কোথাও ডাকাতির ছক ছিল ধৃতদের। বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত তিনজনের বাড়ি রাজারহাট রাইগাছি এলাকায়।