Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ই পাস সংক্রান্ত ঝঞ্ঝাট কিছুটা কমতে চলেছে কলকাতা মেট্রো রেল যাত্রীদের। আগামীকাল সোমবার থেকে শনিবার মেট্রো রেল পরিষেবায় সংযুক্ত হচ্ছে আরও অতিরিক্ত কিছু ট্রেন। বর্তমানে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত প্রতিদিন ২০৪টি ট্রেন চলে, এখন থেকে চলবে ২১৬ টি ট্রেন। বর্ধিত ১২টি ট্রেন যুক্ত করা হল ১১টা থেকে বিকেল ৫ টার মধ্যে। আগামী সোমবার অর্থাৎ ১৪ ডিসেম্বর থেকে মেট্রো চড়ার জন্য ই পাস শুধুমাত্র দরকার হবে সকাল সাড়ে ৮ থেকে সকাল ১১ টা এবং বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত। দিনের বাকি সময় ইপাস লাগবে না। মেট্রো কর্তৃপক্ষ আগেই সিনিয়ার সিটিজেন, মহিলা এবং ১৫ বছরের নিচের শিশুদের জন্য ই পাস তুলে দিয়েছিল। রবিবার সারাদিন কোনরকম ই পাসের দরকার নেই। কবি সুভাষ থেকে দমদম এবং নোয়াপাড়ার প্রথম ট্রেন এবং শেষ ট্রেনের সময় একই থাকছে। দমদম ও কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটায়। নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটা নয়ে। দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে নটায়। নোয়াপাড়া থেকে শেষ মেট্রো রাত ৯টা২৫মিনিটে। এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষের তরফে এ কথা জানানো হয়েছে। তবে এখনই টোকেন ব্যবস্থা চালু হচ্ছে না। সবটাই হবে স্মার্ট কার্ডের মাধ্যমে।