Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সঙ্কট কেটে গেছিল আগেই। এবার হাসপাতাল সূত্রে খবর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। আগামী মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। আরও অন্তত ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রেখে তবেই তাঁকে ছুটি দিতে চান চিকিৎসকেরা। যদিও নন ইনভেসিভ ভেন্টিলেটরের সার্পোট এখনও দেওয়া হচ্ছে তাঁকে। তবে ক্যাথেটার সরানো হয়েছে। শুরু হয়েছে ফিজিওথেরাপি। জানা গেছে,এই বর্ষীয়ান রাজনীতিবিদের বর্তমানে রক্তচাপ, পালস রেটও স্বাভাবিক। পাশাপাশি কিডনি,হৃদযন্ত্র সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ঠিকঠাক কাজ করছে।
তবে বুদ্ধবাবুকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সোমবার বিকেলে একটি বৈঠক করবেন মেডিক্যাল বর্ডার সদস্যরা।