Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
মঙ্গলবার থেকে ৫০ টাকা করে বেড়ে গেল গ্যাসের দাম। ফলে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ৭২০.৫০ টাকা। এভাবে চলতি মাসে দু'বার বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম। এর আগে ২ ডিসেম্বর সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়েছিল। সেই নতুন দাম ঘোষণার ১২ দিন বাদেই ফের একবার ১৪ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থা গুলি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির সিন্ধান্ত নিল, অর্থাৎ এক মাসের মধ্যে ১০০ টাকা দাম বাড়ল সিলিন্ডারের। এর সঙ্গে পাল্লা দিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহৃত সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৩৮৭.৫০ টাকা।