Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিপদ কেটেছে তাঁর। তাই মঙ্গলবার বুদ্ধবাবুকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। খুলে দেওয়া হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে লাগানো সব চ্যানেল। এর সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিকও। হাসপাতাল সূত্রে খবর, শরীরের সব প্যারামিটার স্বাভাবিক। মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে ছিলেন ক্রিটিক্যাল ও মেডিসিন বিশেষজ্ঞরা, এমনটাই সূত্রের খবর। ডাক্তারদের সিদ্ধান্ত, বাড়িতে তৈরি আইসিইউতে আপাতত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে৷ অবস্থা গুরুতর হওয়াতে সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুদ্ধদেববাবুর পরিবারকে যে কোনও পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও৷ খোঁজ নেন তাঁর শারীরির অবস্থার৷ তার আগে উডল্যান্ডসে যান ফিরহাদ হাকিম, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তী। জানা যায়, হাসপাতালে আনার সময় বুদ্ধবাবুর শরীরে অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রা ৭০-এর কাছাকাছি নেমে গিয়েছিল, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। হাসপাতালে আনার পর হয় করোনা পরীক্ষা করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। যদিও তা নেগেটিভ আসে। তাঁর চিকিৎসার জন্য রাতারাতি মেডিক্যাল টিম তৈরি করা হয়। তাঁদের চিকিৎসায় সুস্থ হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বাড়িতে পড়াশোনা, লেখালেখির কাজ নিয়েই থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেসব থেকে দূরে থাকতে আর ভাল লাগছে না তাঁর। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকদের কাছে বাড়ি ফেরার ইচ্ছাপ্রকাশও করেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর সেই কারণেই তাঁর চিকিৎসাতে বাড়িতেই সব রকম ব্যবস্থা করা হয়েছে।